টঙ্গীতে বিষপানে নারী পোষাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিষপান করে আত্মহত্যা করেছেন তানিয়া (১৭)নামে এক নারী পোষাক শ্রমিক। শুক্রবার বেলা এগারোটার দিকে টঙ্গীর শীলমুন যুগীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানিয়া টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাইশকাইল গ্রামের মহির উদ্দিনের মেয়ে। সে স্বপরিবারে জনৈক মনিরের ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতো। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসার কাউকে কিছু না জানিয়ে নিজের রুমে থাকা ইঁদুর মারার ঔষধ খেয়ে পাশের রুমে থাকা বাবা মায়ের সামনে গিয়ে বমি করতে থাকেন তানিয়া। এসময় তার বাবা মা বমি করার কারন জানতে চাইলে সে চোখের ইসারায় ইঁদুর মারার ঔষধের প্যাকেটটি দেখায়। পরে তার বাবা মা ও স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে বারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।